সোমবার ২১ এপ্রিল ২০২৫, বৈশাখ ৭ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

জাহিদুল হত্যা নিয়ে ছাত্রদল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে: উমামা ফাতেমা জাতিসংঘ প্রতিবেদন থেকে: ইন্টারনেট বন্ধ নিয়ে পলকের দাবি ছিল মিথ্যা ৪২ দিন পর ২১ বিলিয়নে রিজার্ভ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ‘চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব’ বলে হুমকি দিয়েছেন ইনু, অভিযোগ পুলিশ সদস্যের দলের নিবন্ধন পেতে চায় ‘সংস্কারবাদী পার্টি’, ’জনস্বার্থে বাংলাদেশ’, ’বেকার সমাজ’ ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি নসরুল হামিদের ৩৮ কোটি টাকার সম্পদ জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ খাটে দম্পতির লাশ, চিরকুটে পাশাপাশি কবর দেওয়ার অনুরোধ ৪৮ ঘণ্টা সময় দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা, লং মার্চের হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি অবরোধে চরম মানবিক বিপর্যয়, ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকট ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, সর্বদলীয় ঐকমত্য গঠনে তৎপরতা

জাতীয়

বিচারকদের অন্যায় করার সুযোগ নেই: আইন উপদেষ্টা

 প্রকাশিত: ১৭:০৪, ২০ এপ্রিল ২০২৫

বিচারকদের অন্যায় করার সুযোগ নেই: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারকদের কোনো অবস্থাতেই অন্যায় বা অবিচার করার সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, বিচারকদের সুবিধা পাওয়া না পাওয়ার সঙ্গে তাদের দায়িত্ব পালনের সম্পর্ক নেই, এবং তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

আজ রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন।

যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলার তদন্ত নিয়ে ড. নজরুল জানান, এখনো তদন্ত শেষ হয়নি, যার কারণে আইন মন্ত্রণালয় চূড়ান্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না। তিনি বলেন, ‘এই মামলায় দুইজনের ১৬৪ ধারায় জবানবন্দি রয়েছে। গত আট মাসেও কেন এই জবানবন্দি প্রত্যাহার করা হলো না, তা নিয়ে আমি হতাশ।’ তিনি জানান, তদন্তের কাজ দ্রুত শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে সেই সীমাবদ্ধতা মেনে বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে।

আইন উপদেষ্টা বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এমনভাবে উন্নত করার আহ্বান জানান, যাতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ নিতে আগ্রহী হন।

এ সময় তিনি সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে রাজনৈতিক বক্তব্য দিতেন।”

তার বক্তব্যে বিচার বিভাগীয় স্বচ্ছতা, দ্রুত তদন্ত এবং বিচার প্রশিক্ষণ ব্যবস্থার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।