নসরুল হামিদের ৩৮ কোটি টাকার সম্পদ জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

নসরুল হামিদ বিপু
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এই আবেদন করেন।
আদেশে ঢাকার পরিবাগ এলাকার একটি ফ্ল্যাট এবং বনানীর পিপি টাওয়ারে তিনটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে, যার মোট মূল্য ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। একইসঙ্গে নসরুল হামিদের মালিকানাধীন তিনটি গাড়ি ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, যেসব হিসাবে মোট ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, নসরুল হামিদ তার নামে ও নিজ মালিকানায় অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যের নামে হস্তান্তর বা বিক্রির সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধ করা হয়েছে।