ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রোববার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
রোজার ঈদে যাতায়াত ‘নির্বিঘ্ন ও নিরাপদ করা’ এবং সর্বনিম্ন ‘লোড শেডিং নিশ্চিত করায়’ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার বিদ্যুৎ; সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ধন্যবাদ জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুহাম্মদ ইউনূস বলেন, “এখন পর্যন্ত আমি ঈদ উপলক্ষে কেবল ইতিবাচক প্রতিক্রিয়াই শুনেছি। সবাই বলছেন, সবকিছু ছিল সুসংগঠিত ও সুন্দরভাবে পরিচালিত।”
ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারাবছরই এমন সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, “এবারের অভিজ্ঞতায় একটি মানদণ্ড তৈরি হয়েছে। এই ধারা সারাবছর ধরে রাখতে হবে।”
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বৈঠকে ঈদের বিভিন্ন প্রস্তুতি ও বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
রেলপথ; সড়ক পরিবহন এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমরা আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে নয়; বরং একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করেছি।”
সায়েদাবাদ বাস টার্মিনালের উদাহরণ দিয়ে তিনি বলেন, “সেখানে গিয়ে দেখা যায়, জায়গাটি অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল- যেন একটি বড় ইউরিনাল। পরে আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুত তা সমাধান করি।”
ফাওজুল কবির বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা নিজ গ্রামে যাননি; সবাই মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন।
“যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আসন্ন ঈদুল আজহাও লোড শেডিং ও যানজটমুক্ত হবে। ইনশাআল্লাহ, সেটিও ঝামেলামুক্ত ঈদ হবে।”
প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ; জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।