সোমবার ২১ এপ্রিল ২০২৫, বৈশাখ ৭ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

জাহিদুল হত্যা নিয়ে ছাত্রদল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে: উমামা ফাতেমা জাতিসংঘ প্রতিবেদন থেকে: ইন্টারনেট বন্ধ নিয়ে পলকের দাবি ছিল মিথ্যা ৪২ দিন পর ২১ বিলিয়নে রিজার্ভ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ‘চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব’ বলে হুমকি দিয়েছেন ইনু, অভিযোগ পুলিশ সদস্যের দলের নিবন্ধন পেতে চায় ‘সংস্কারবাদী পার্টি’, ’জনস্বার্থে বাংলাদেশ’, ’বেকার সমাজ’ ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি নসরুল হামিদের ৩৮ কোটি টাকার সম্পদ জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ খাটে দম্পতির লাশ, চিরকুটে পাশাপাশি কবর দেওয়ার অনুরোধ ৪৮ ঘণ্টা সময় দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা, লং মার্চের হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি অবরোধে চরম মানবিক বিপর্যয়, ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকট ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, সর্বদলীয় ঐকমত্য গঠনে তৎপরতা

জাতীয়

ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের

 প্রকাশিত: ১৬:১১, ২০ এপ্রিল ২০২৫

ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রোববার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

রোজার ঈদে যাতায়াত ‘নির্বিঘ্ন ও নিরাপদ করা’ এবং সর্বনিম্ন ‘লোড শেডিং নিশ্চিত করায়’ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার বিদ্যুৎ; সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ধন্যবাদ জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মুহাম্মদ ইউনূস বলেন, “এখন পর্যন্ত আমি ঈদ উপলক্ষে কেবল ইতিবাচক প্রতিক্রিয়াই শুনেছি। সবাই বলছেন, সবকিছু ছিল সুসংগঠিত ও সুন্দরভাবে পরিচালিত।”

ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারাবছরই এমন সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, “এবারের অভিজ্ঞতায় একটি মানদণ্ড তৈরি হয়েছে। এই ধারা সারাবছর ধরে রাখতে হবে।”

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বৈঠকে ঈদের বিভিন্ন প্রস্তুতি ও বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রেলপথ; সড়ক পরিবহন এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমরা আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে নয়; বরং একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করেছি।”

সায়েদাবাদ বাস টার্মিনালের উদাহরণ দিয়ে তিনি বলেন, “সেখানে গিয়ে দেখা যায়, জায়গাটি অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল- যেন একটি বড় ইউরিনাল। পরে আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুত তা সমাধান করি।”

ফাওজুল কবির বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা নিজ গ্রামে যাননি; সবাই মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন।

“যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আসন্ন ঈদুল আজহাও লোড শেডিং ও যানজটমুক্ত হবে। ইনশাআল্লাহ, সেটিও ঝামেলামুক্ত ঈদ হবে।”

প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ; জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।