সোমবার ২১ এপ্রিল ২০২৫, বৈশাখ ৭ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি নসরুল হামিদের ৩৮ কোটি টাকার সম্পদ জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ খাটে দম্পতির লাশ, চিরকুটে পাশাপাশি কবর দেওয়ার অনুরোধ ৪৮ ঘণ্টা সময় দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা, লং মার্চের হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি অবরোধে চরম মানবিক বিপর্যয়, ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকট ১৪৬ রানে ৭ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, সর্বদলীয় ঐকমত্য গঠনে তৎপরতা

জাতীয়

কয়েক বছর পর এবার ধান ভালো হয়েছে হাকালুকি হাওরে বোরো ধানে সোনালী সম্ভাবনা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:০৪, ২০ এপ্রিল ২০২৫

কয়েক বছর পর এবার ধান ভালো হয়েছে হাকালুকি হাওরে বোরো ধানে সোনালী সম্ভাবনা

কয়েক বছর পর এবার ধান ভালো হয়েছে

মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরে এবার প্রাকৃতিক দুর্যোগ না থাকায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। বছরের এই সময়ে হাওর ও আশপাশের এলাকায় রবিশস্য এবং বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক পরিবারগুলো।

জানা গেছে, জুড়ী ও কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরের বিস্তীর্ণ এলাকায় বোরো ধানের আবাদ হয়ে থাকে। অন্যান্য বছর অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে অনেক সময় ধান তলিয়ে যায়। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধান ভালো হয়েছে বলে জানান কৃষকেরা। জুড়ীতে প্রায় ৬,১৫০ হেক্টর এবং কুলাউড়ায় ৮,৬৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর বড় একটি অংশ পড়েছে হাওরের ভেতরে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাওরের জুড়ী অংশের কালনীগড়, নয়াগ্রাম, সোনাপুর ও শাহপুর এবং কুলাউড়ার জাব্দা, মুক্তাজিপুর ও গৌড়করণ এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ জমির ধান পেকে গেছে। কোথাও কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে কর্তন-মাড়াই চলছে, কোথাও কৃষি শ্রমিকরা কাঁধে ধানের আঁটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ধান পাহারার জন্য হাওরের ভেতরে খড়ের তৈরি অস্থায়ী ঘরে রাত কাটাচ্ছেন অনেকে। ধান শুকিয়ে কেউ কেউ বস্তায় ভরে রাখছেন। কৃষক পরিবারের নারীরাও ধান ঝাড়াইয়ে সমানভাবে অংশ নিচ্ছেন।

জাব্দা গ্রামের কৃষক ইউছুফ আলী জানান, 'কয়েক বছর থাকি এই বার ধান ভালা হইছে। ঝড়-বৃষ্টি কম হইছে। খরায়ও তেমন ক্ষতি হয় নাই। এখন সবাই ফসল ঘরে তুলতেছে।' তিনি ১০ বিঘা জমিতে ধান আবাদ করেছেন, এর মধ্যে ৫ বিঘার ধান কম্বাইন হারভেস্টারে কাটা হয়েছে।

কালনীগড় এলাকায় চা-শ্রমিকরা ধান কাটার কাজ করছেন। অনন্ত চাষা নামের একজন শ্রমিক বলেন, 'মেশিন আমরার কাজ কাড়ি নিছে। তবে এখনো অনেকে হাতে ধান কাটায়।' ওই জমির বর্গাচাষি পরেন্দ্র দাস বলেন, 'মেশিনে খড় ভালা মিলে না। গরু-বাছুরের খাবারের জন্য খড় দরকার, তাই হাতে কাটি।'

এদিকে, হাওর এলাকায় দিনভর ধান কাটার কারণে কালনীগড় বাজারের দোকানপাটও বন্ধ ছিল। স্থানীয়রা জানান, ভোরে সবাই হাওরে চলে যান, দোকান খোলে সন্ধ্যার পর।

জুড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান জানান, 'হাওরের অর্ধেক ধান কাটা হয়ে গেছে। আবহাওয়া ভালো থাকলে এক সপ্তাহের মধ্যেই পুরো ধান ঘরে উঠবে। কৃষকদের মুখে হাসি দেখে আমাদেরও ভালো লাগছে।'

কুলাউড়ার কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, উপজেলায় অর্ধেকের বেশি জমির ধান কাটা শেষ। কিছু জমিতে দেরিতে আবাদ হওয়ায় ধান পাকতে সময় লাগছে। তবে দ্রুতই পুরো ধান কাটা সম্ভব হবে।