আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে, পুলিশকে নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে—যদি তারা এসব পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, সাধারণ পুলিশ সদস্যদের নিজেদের বাড়ির বিভাগে পোস্টিং দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, এমনও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
থানা পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ ও ক্যানটিন ঘুরে দেখেন এবং কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।