রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

জাতীয়

রাঙামাটিতে স্বাস্থ্যসেবা সংকটে এক মাস বয়সী শিশুর মৃত্যু

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:২৩, ১৯ এপ্রিল ২০২৫

রাঙামাটিতে স্বাস্থ্যসেবা সংকটে এক মাস বয়সী শিশুর মৃত্যু

বাঘাইছড়ি হাসপাতালে অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সংকটে এক মাস বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে শিশুটিকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বাসিন্দা রিটন চাকমার মেয়ে।

রিটন চাকমার অভিযোগ, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় সময়মতো চিকিৎসা দিতে পারেননি চিকিৎসকরা। যদিও পরে সিপিআর দেওয়ার চেষ্টা করা হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।

ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. দেবাশীষ বনি বলেন, "শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপরও আমরা সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। শিশুটির মা জানিয়েছিলেন, সে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবুও অক্সিজেন সংকটের বিষয়টি নিয়ে বিভ্রান্তি আছে। হাসপাতালে বর্তমানে অক্সিজেন সাপোর্টে রোগী ভর্তি রয়েছে।"

এ ঘটনায় আলোচনায় উঠে এসেছে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের জনবল সংকট ও অব্যবস্থাপনার বিষয়টি। জানা গেছে, ১৬ জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে সেখানে মাত্র ৪ জন চিকিৎসক কর্মরত আছেন, যারা সবসময় উপস্থিত থাকেন না। একমাত্র অ্যাম্বুলেন্সটিও বর্তমানে অচল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, "এই হাসপাতালে চিকিৎসা ঘাটতি নিয়ে প্রায়ই অভিযোগ পাচ্ছি। শুক্রবারের ঘটনাটিও তারই একটি প্রতিফলন। এখানে পর্যাপ্ত চিকিৎসক নেই, সরঞ্জামেরও অভাব রয়েছে।"

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, বাঘাইছড়িতে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে, তবে তিনি এখনো যোগদান করেননি। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটিতে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই।