সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু আটক

সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ দুই বনদস্যু আটক
সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। আটককৃতরা করিম শরীফ বনদস্যু গ্রুপের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও নৌবাহিনী। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে করিম শরীফ গ্রুপের সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে আটক করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি এবং ছয় রাউন্ড ফাঁকা গুলি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড ২৪ ঘণ্টাব্যাপী টহল চালিয়ে যাচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।