রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

জাতীয়

সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু আটক

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:১৯, ১৯ এপ্রিল ২০২৫

সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু আটক

সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ দুই বনদস্যু আটক

সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। আটককৃতরা করিম শরীফ বনদস্যু গ্রুপের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও নৌবাহিনী। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে করিম শরীফ গ্রুপের সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি এবং ছয় রাউন্ড ফাঁকা গুলি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড ২৪ ঘণ্টাব্যাপী টহল চালিয়ে যাচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।