শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

জাতীয়

ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:১৮, ১৭ এপ্রিল ২০২৫

ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে

ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় নতুন অধ্যাদেশ অনুমোদন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকার ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, "একটি শিল্প গোষ্ঠী কীভাবে ব্যাংকগুলোর ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অর্থ সরিয়ে নিয়েছে এবং তহবিল তছরুপ করেছে, তা তদন্তের মাধ্যমে পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করপোরেট সেক্টর ও ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস হয়েছে।"

রিজওয়ানা হাসান আরও বলেন, "আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় শৃঙ্খলা আনার জন্য স্পষ্ট আইন প্রণয়ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা এবং হস্তক্ষেপের সীমা নির্ধারণে আইনের স্পষ্টতা ছিল না, তবে এখন তা স্পষ্ট হবে।"