ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, পুলিশ জানাল আসল ঘটনা

পুরোনো ভিডিও ঘিরে বিভ্রান্তি, অভিযুক্ত পুলিশ সদস্য আগে থেকেই শাস্তিপ্রাপ্ত বলে জানাল পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনে এক পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওটিতে দেখা যায়, দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ওই পুলিশ সদস্য অশোভন আচরণ করছেন।
তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি ২০২২ সালের জুন মাসের ঘটনা। ঘটনার সময় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত শেষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, অনেকেই ভিডিওটি শেয়ার করে এটিকে সাম্প্রতিক ঘটনা বলে প্রচার করছেন, যা সত্য নয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি গুরুত্বসহকারে তদন্ত করা হয় এবং প্রমাণ পাওয়া গেলে যথাযথ শাস্তি দেওয়া হয়।
পুলিশ বিভাগ থেকে সতর্ক করে বলা হয়েছে, পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা বিভ্রান্তিকর এবং অনুচিত।