ঢাকা থেকে আটক লালমনিরহাটের আওয়ামী লীগ নেতা সিরাজুল হক কারাগারে

আওয়ামী লীগ নেতা সিরাজুল হক খন্দকারকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল হক খন্দকার (৫৭) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক এই আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে রাজধানীর মুগদা এলাকা থেকে মুগদা থানা-পুলিশের সহায়তায় তাকে আটক করে লালমনিরহাট সদর থানার পুলিশ। তিনি সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল মজিদ মণ্ডলের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর এবং লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার 'হামার বাড়ি' ভবনে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক কার্যালয়ে হামলা-লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে সিরাজুল হকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।