শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

জাতীয়

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

 প্রকাশিত: ২০:১৬, ১৭ এপ্রিল ২০২৫

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক তরুণী। আজ বৃহস্পতিবার ভোররাতে ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে তরুণীর কাছ থেকে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রিকশায় এক তরুণ ও তরুণী গলির মুখে এসে দাঁড়ান। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে রিকশার সামনে থামে। তাদের মধ্যে একজন হেলমেট পরা, অপর দুইজনের একজনের পরনে ছিল সাদা টিশার্ট এবং অন্যজনের কালো শার্ট।

সাদা টিশার্ট পরা ছিনতাইকারী কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীর দিকে অঙ্গভঙ্গি করে কোপ দেওয়ার ভয় দেখান এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। একই সময়ে কালো শার্ট পরা সহযোগী তরুণীর গলা থেকে সোনার চেইন এবং একটি কালো ব্যাগ ছিনিয়ে নেয়।

মোটরসাইকেলটি গলির পাশে ঘুরিয়ে রেখে তারা পাশের একটি বাসার দিকে যায়। কিছুক্ষণ পর তিনজন একসঙ্গে ফিরে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় তরুণীর সহযাত্রী ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা।

ঘটনার একেবারে শেষ পর্যায়ে একটি লাঠি হাতে একজন নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে উপস্থিত হন, তবে তখন ছিনতাইকারীরা মোটরসাইকেলে উঠে দ্রুত সরে পড়ে।

ছিনতাইয়ে জড়িতদের মধ্যে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।