বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনে নামা শ্রমিকরা অবশেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন। এতে প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জৈনাবাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এছাড়া ঈদ বোনাস ও উৎসব ভাতা সময়মতো দেওয়া হয় না। এ নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আলোচনা শুরু করে। পরে দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেয়। এতে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।