শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

জাতীয়

বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

 প্রকাশিত: ১৫:২২, ১৭ এপ্রিল ২০২৫

বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনে নামা শ্রমিকরা অবশেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন। এতে প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জৈনাবাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এছাড়া ঈদ বোনাস ও উৎসব ভাতা সময়মতো দেওয়া হয় না। এ নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আলোচনা শুরু করে। পরে দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেয়। এতে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।