শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

জাতীয়

সিলেটে ছাত্রলীগকর্মী তুষার ছুরিকাঘাতে নিহত, দুই যুবক গ্রেপ্তার

 প্রকাশিত: ২৩:৫১, ১৬ এপ্রিল ২০২৫

সিলেটে ছাত্রলীগকর্মী তুষার ছুরিকাঘাতে নিহত, দুই যুবক গ্রেপ্তার

সিলেট মহানগরের শাহী ঈদগাহের দলদলি চা-বাগান এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন তুষার আহমদ চৌধুরী (২০), যিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নানা পোস্ট বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহত তুষারের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার রাত আটটার দিকে স্থানীয় দুটি পক্ষের উত্তেজনার জেরে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুষারের মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহত তুষারের বাবা, আইনজীবী সাজেদ আহমদ চৌধুরী, মহানগরের বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মো. জাবেদ (২৫) ও তানভীর আহম্মদ (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।

ময়নাতদন্ত শেষে আজ বুধবার বিকেলে তুষারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ তাঁর রায়নগর এলাকার বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিহত তুষার সিলেটের রায়নগর এলাকার বাসিন্দা ও মদনমোহন কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।