বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ছয় দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১২:০৪, ১৬ এপ্রিল ২০২৫

ছয় দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা

তেজগাঁওয়ে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ – ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, তারা আগের ছয়টি দাবির সঙ্গে একটি নতুন দাবি যুক্ত করেছেন—ল্যাব অ্যাসিস্টেন্টদের ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পদোন্নতির সিদ্ধান্ত বাতিল করতে হবে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, বেসরকারি পলিটেকনিকগুলোতে ল্যাব সুবিধার অভাব, অতিরিক্ত ফি আদায় ও হয়রানি বন্ধের দাবিও তাদের অন্যতম। এছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাবদ অর্থ না পাওয়ার বৈষম্য দূর করার দাবি জানান তারা।

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, শিক্ষার্থীদের অবস্থানের কারণে সাতরাস্তা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, উত্তরা, বনানী ও মহাখালী রুটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।