পটুয়াখালীতে আগুনে বিএনপি কার্যালয়সহ পুড়ল পাঁচ দোকান

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, আগুনের সূত্রপাত হয় বিএনপির ইউনিয়ন কার্যালয় থেকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোয়। এতে দুটি মুদিদোকান, একটি রেস্তোরাঁ, একটি কীটনাশকের দোকান ও কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।