বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৪৮, ১৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বার্তা : বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব বাংলাদেশিদেরই—এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র টমি ব্রুস।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে উগ্রবাদের উত্থান, মার্কিন ব্র্যান্ডে হামলা, বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইত্যাদি প্রসঙ্গে প্রশ্ন করেন।

জবাবে টমি ব্রুস বলেন, "বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যাকে নিয়ে আমরা নিয়মিত আলোচনা করি। উত্থাপিত বিষয়গুলো নিয়ে আমরা নির্দিষ্টভাবে আলোচনা করব।" তিনি আরও বলেন, "এসব বিষয় দেখভালের দায়িত্ব বাংলাদেশের কর্তৃপক্ষের। তাদের সঙ্গে আলোচনা করাও জরুরি।"

সবশেষে ব্রুস বলেন, "বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবে।" তিনি গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, "সমস্যা মোকাবিলায় জনগণের বাস্তব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে বেশির ভাগ দেশই গণতন্ত্রকে সমর্থন করে।"