বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দোহারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

 প্রকাশিত: ০৯:৪১, ১৬ এপ্রিল ২০২৫

দোহারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

দোহার থানার ওসি মো. রেজাউল করিম জানান, উপজেলার রামনাথপুর এলাকায় পাকা বাইতুর রহমান জামে মসজিদের সামনের সড়কে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নয়েল মোল্লা (১৫) উপজেলার বিলাসপুর ইউনিয়নের বড় রামনাথপুর গ্রামের মোস্তফা মোল্লার ছেলে ও জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নয়েল তার বোন জামাইয়ের মোটরসাইকেল নিয়ে তার বাবাকে আনতে রামনাথপুর বাজারে যান। কিন্তু মোস্তফা ছেলের মোটরসাইকেলে উঠতে অনীহা প্রকাশ করে তাকে চলে যেতে বলেন। পরে নয়েল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ওসি বলেন, “ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে নয়েলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”