"দুধ দিতে গিয়ে নিখোঁজ—পরদিন মিলল শিশুর ঝলসানো মরদেহ"

নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজ হওয়া ৭ বছর বয়সী এক শিশুর বিবস্ত্র মরদেহ পরদিন উদ্ধার করা হয়েছে পাবনার চাটমোহরের একটি ভুট্টাক্ষেত থেকে। নিহত শিশুটির মুখ অ্যাসিডে ঝলসানো ছিল, যা পরিচয় গোপনের উদ্দেশ্যে করা হয়েছে বলে সন্দেহ করছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটে সোমবার (১৪ এপ্রিল) বিকেলে। শিশুটি প্রতিবেশির বাড়িতে দুধ পৌঁছাতে বের হলে নিখোঁজ হয়। সারা রাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটমোহরের এক ভুট্টাক্ষেতে দিনমজুররা লাশটি দেখতে পান। পরে স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল এবং তার বাবা প্রবাসে কর্মরত।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। ধর্ষণের বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, চাটমোহর থানার অধীন এলাকা হওয়ায় মামলাটি সেখানে রুজু করা হবে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে উভয় থানাই একযোগে কাজ করছে।