সুরা ফাতিহা ব্যঙ্গের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে এফআইআর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দম্পতির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের আদালতে আইনজীবী সেলিম আহমেদ এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি ওই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রম্য ভিডিও প্রকাশ করেন, যাতে ইসলাম ধর্মের পবিত্র সুরা ফাতিহাকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রতিবাদের ঝড় ওঠে।
ঘটনার পর ওই দম্পতি একটি ভিডিও প্রকাশ করে নিজেদের দোষ স্বীকার করেন এবং অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেন। তাঁরা বিতর্কিত ভিডিওটি সরিয়ে ফেলার অনুরোধও জানান।
মামলার বাদী সেলিম আহমেদ বলেন, " মুসলমান হিসেবে সবার ধর্মানুভূতিতে আঘাত আনা হয়েছে। তাঁদের শাস্তির দাবিতে মামলা করা হয়েছে।"
প্রসঙ্গত, আলোচিত এই কনটেন্ট নির্মাতা দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় পাঁচ লাখ অনুসারী রয়েছে। তাঁরা মূলত বিনোদনমূলক ভিডিও নির্মাণ করে থাকেন।