বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

 প্রকাশিত: ১৩:৫২, ১৫ এপ্রিল ২০২৫

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

 রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়।

এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

দুই কলেজের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার এসআই তানভীর বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে আমাদের থানার বেশ কয়েকটি টিম আছে। এছাড়াও সেখানে ডিসি স্যার আছেন। পরে বিস্তারিত জানাবো।