চিকিৎসায় অবহেলায় পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু, পটুয়াখালী মেডিকেলে

পটুয়াখালী মেডিকেলে উত্তেজনা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আসিফের মৃত্যুকে কেন্দ্র করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে আসিফ পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগ ও আইসিইউতে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। প্রায় ৪০ মিনিট পর চিকিৎসা শুরু হলেও সন্ধ্যার দিকে আসিফকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাসদস্য এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হেমায়েত জাহান জানান, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। এসময় উপাচার্য, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।