নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

নরসিংদীতে সংঘটিত জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী এবং নরসিংদীর জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, নরসিংদীতে গণহত্যা মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল রোববার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
অনির্বান চৌধুরী ৩০তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন এবং সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন এবং গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি সেখানে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে, গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটিতে যোগদান করেন এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পদে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম বর্তমানে নরসিংদীতে জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।