বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

পাঁচ বছর সরকারে থাকার বিষয়টি জনগণের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা প্লট দুর্নীতি: এবার হাসিনার সঙ্গে জয়ের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা আশুলিয়ায় লাশ পোড়ানো : তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির আশুলিয়ায় লাশ পোড়ানো : তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির আজ থেকে সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা নিষেধ সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে হংকংয়ে ‘প্রেম’, ফেনীতে এনে বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চবির মূল ফটকে তালা সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলের, দুই শর্তে হামাসের আপত্তি কথা শোনেনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তহবিল আটকালেন ট্রাম্প সুদানের দুই বছরের যুদ্ধ শিশুদের জীবন তছনছ করে দিয়েছে : ইউনিসেফ ‘আমি মারা গেলে তুমি শহীদের গর্বিত মা হবে’ : মাকে বলেছিল রেজাউল

জাতীয়

জাতীয় সংগীতে ছায়ানটের বর্ষবরণের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:৫৩, ১৪ এপ্রিল ২০২৫

জাতীয় সংগীতে ছায়ানটের বর্ষবরণের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

জাতীয় সংগীতে বর্ষবরণ শেষ, গাজা হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ছায়ানটের

রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণের অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিল্পী ও উপস্থিত দর্শনার্থীরা।

সকাল সাড়ে আটটার দিকে অনুষ্ঠান শেষের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, 'ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় এবং শিশুদের ওপর গণহত্যা চলছে, তার তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনবাসীর আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি আমাদের সংহতি রয়েছে।' এরপর তাঁর আহ্বানে এক মিনিট নীরবতা পালিত হয়।

নীরবতা শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা, যার মধ্য দিয়ে শেষ হয় এ বছরের বর্ষবরণ আয়োজন।

এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল 'আমার মুক্তি আলোয় আলোয়'। গানের পরিবেশনায় গুরুত্ব পেয়েছে আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের বার্তা। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও তা সম্প্রচারিত হয়।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ১৯৬৭ সাল থেকে প্রতি বছর রমনা বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষে এই আয়োজন করে আসছে। বাংলা ১৪৩২ সালকে বরণ করে নিতে তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে গানের মহড়া চলে। আর গত ৮ এপ্রিল থেকে শুরু হয় রমনার বটমূলে মঞ্চ নির্মাণের কাজ।