শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

জাতীয়

শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৩২, ১৩ এপ্রিল ২০২৫

শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্লট দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, আসামির তালিকায় শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা তিনটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। আদালত সূত্র জানিয়েছে, অভিযুক্তরা সবাই পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল একই প্রকল্পে আরও একটি মামলায় শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

দুদক সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের ৬০ কাঠা জমির প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তাঁর কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

দুদকের অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল প্রকল্পে দুর্নীতির মাধ্যমে প্রতিটি ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।

গত বছরের ২৬ ডিসেম্বর এ বিষয়ে তদন্ত শুরু করে দুদক। এরপর চলতি বছরের ১০ মার্চ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে আদালতে এসব অভিযোগপত্র দাখিল করে দুদক।

উল্লেখ্য, ছাত্রজনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকার বিভিন্ন আদালত ও থানায় ৩০০–র বেশি মামলা দায়ের হয়েছে।