পহেলা বৈশাখে এবার ‘আনন্দ শোভাযাত্রা’

পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বর্ষবরণের শোভাযাত্রার নাম এবার ‘আনন্দ শোভাযাত্রা’। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, এটি নতুন নাম নয়, বরং পুরোনো ঐতিহ্যে ফেরার চেষ্টা। চারুকলা অনুষদের প্রাথমিক আয়োজন ‘আনন্দ শোভাযাত্রা’ নামেই শুরু হয়েছিল, এখন সেটিই ফিরিয়ে আনা হচ্ছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১১টায় চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি হচ্ছে, একটি নিবর্তনমূলক স্বৈরাচারীব্যবস্থার অবসান। রাজনৈতিক ও সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচারীব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই বিষয়টি তুলে ধরা। কিছু মোটিফ সেই কাজটি করছে। আর দ্বিতীয় যে অংশটি আছে, সেটি হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক।
তিনি আরও জানান, এবারের আয়োজনে দেশের ২৮টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও সম্পৃক্ত থাকবে। শোভাযাত্রার মোটিফগুলোর মাধ্যমেও এই বার্তাগুলো উপস্থাপিত হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শোভাযাত্রার দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। সাধারণ মানুষ বিকেল ৫টা পর্যন্ত নববর্ষ উদযাপনে অংশ নিতে পারবেন, এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ প্রবেশ বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং শোভাযাত্রা উপ-কমিটির সদস্য-সচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান।