ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিলেন ট্রাম্প, ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক ইস্যুতে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিনি বাংলাদেশে আরোপিত ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানান। অবশেষে, মার্কিন প্রেসিডেন্ট এই আহ্বানে সাড়া দিয়েছেন।
ট্রাম্প প্রশাসন বাংলাদেশে শুল্ক আরোপের বিষয়টি ৯০ দিনের জন্য স্থগিত করেছে। বিষয়টি ড. মুহাম্মদ ইউনূস নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন।
ড. মুহাম্মদ ইউনূস তার ফেসবুক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “শুল্ক আরোপের বিষয়টি ৯০ দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে আমাদের অনুরোধটি ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সাথে কাজ চালিয়ে যাব।”