এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত দায়িত্বে সাহায্য করার জন্য খলিলুর রহমানকে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এবার থেকে তিনি ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা জাহেদা পারভীন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, খলিলুর রহমানকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন।
উল্লেখযোগ্য, খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগদান করেন এবং পরে যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যার মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করা অন্তর্ভুক্ত। ২০০১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর, খলিলুর রহমান সরকারের নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।