এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ১০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি ১০ এপ্রিল থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।
এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে এবং মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার শেষ তারিখ ১৫ মে। পরে ব্যবহারিক পরীক্ষা ২২ মে পর্যন্ত চলবে।
নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও সরকার, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরীক্ষার নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।