কোকাকোলার গুদামে গিয়ে হুমকি ও হামলার চেষ্টা, আটক ৪ যুবক

নারায়ণগঞ্জে কোকাকোলা কোম্পানির এজেন্টের গুদামে হামলার চেষ্টা ও কোমলপানীয় ধ্বংসের হুমকির অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নিতাইগঞ্জের নলুয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ রাতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন—হামদাদ শরীফ রাইয়ান (২৪), মো. জহির (৩০), মো. রিয়াদ (২৭) ও মো. সুজন (১৮)। তারা সবাই জেলা সদরের মুসলিমনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ ওরফে জহিরের নেতৃত্বে ৬-৭ জন যুবক ওইদিন দুপুরে ‘দি জামাল অ্যান্ড কোম্পানি’ নামে কোকাকোলার পরিবেশকের গুদামে প্রবেশ করেন। নিজেদের ‘তারেক জিয়া প্রজন্ম দল, নারায়ণগঞ্জ মহানগর শাখা’র অনুসারী পরিচয় দিয়ে তারা গুদামে থাকা পণ্য ধ্বংসের হুমকি দেন এবং হামলার চেষ্টা চালান।
ঘটনার সময় গুদামে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের হুমকি দিলে বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পরে সদর মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে চার যুবককে হাতেনাতে আটক করে।
ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কিছু সুযোগসন্ধানী গোষ্ঠী অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। নিতাইগঞ্জের ঘটনাও তারই অংশ বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও জানান, কোকাকোলার ডিলারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ বলছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।