ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিটার হাস

মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা ও বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, পিটার ডি. হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করার পর, ২০২৪ সালের অক্টোবরে তিনি মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সেলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন।