বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, বৈশাখ ৪ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের ঋণখেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা শিল্পে মিলবে গ্যাস সংযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির অসন্তোষ এখন আগামী রোজার আগেই নির্বাচন চান জামায়াত আমির যে যাই বলুক, নির্বাচন জুনের পরে যাবে না: আইন উপদেষ্টা হিজাব পরা নারীদের চুলের যত্ন খুবিতে ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৯৭ জন হাফেজ হওয়ার আগেই ১৩ বছর বয়সে শহীদ হলো ইব্রাহিম খলিলুল্লাহ

জাতীয়

তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

 প্রকাশিত: ১৬:১৪, ৮ এপ্রিল ২০২৫

তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ব্যারিস্টার তুরিন আফরোজ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ-এর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুপুর ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে আনা হয় এবং ২টা ৩৫ মিনিটে তাকে এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষে তুরিন আফরোজ নিজেই বক্তব্য দেন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান খান জানিয়েছেন, সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ তুরিন আফরোজকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণ অনুযায়ী, ৫ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনায় ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয় এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় তুরিন আফরোজ এজাহারনামীয় ৩০ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।