বাংলাদেশ দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক-এর চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে। এই সময়কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
৮ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সমুদ্রপথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সবাই উপকৃত হবে। তিনি বিশেষভাবে সমুদ্রপথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেবেন, যা সদস্য দেশগুলোর পারস্পরিক উপকারে আসবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব নাঈম আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ড. ইউনূস ৩ এপ্রিল ব্যাংকক সফর করেন এবং ৪ এপ্রিল রাতে দেশে ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা রাত ১০টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।