বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, বৈশাখ ৪ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের ঋণখেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা শিল্পে মিলবে গ্যাস সংযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির অসন্তোষ এখন আগামী রোজার আগেই নির্বাচন চান জামায়াত আমির যে যাই বলুক, নির্বাচন জুনের পরে যাবে না: আইন উপদেষ্টা হিজাব পরা নারীদের চুলের যত্ন খুবিতে ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৯৭ জন হাফেজ হওয়ার আগেই ১৩ বছর বয়সে শহীদ হলো ইব্রাহিম খলিলুল্লাহ

জাতীয়

ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক আসছেন ঢাকায়

 প্রকাশিত: ১২:১৬, ৮ এপ্রিল ২০২৫

ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক আসছেন ঢাকায়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকায় আসছেন। ট্রাম্প প্রশাসনের এই দুই কর্মকর্তা আগামী ১৫ ও ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন।

সূত্র জানায়, ঢাকা সফরকালে তারা বাংলাদেশ সরকারের সংস্কার ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এই সফরে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।

আগামী ১৫-১৮ এপ্রিল ঢাকা সফর করবেন মার্কিন কূটনীতিক নিকোল। ঢাকা সফরে সংস্কার ও গণতান্ত্রিক পথে ফেরত আনার বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।  

সফরকালে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ে তার বৈঠক করার কথা রয়েছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর।  

নিকোল অ্যান চুলিকের ঢাকায় আসার একদিন পর আগামী ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।