বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের ঋণখেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা শিল্পে মিলবে গ্যাস সংযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির অসন্তোষ এখন আগামী রোজার আগেই নির্বাচন চান জামায়াত আমির যে যাই বলুক, নির্বাচন জুনের পরে যাবে না: আইন উপদেষ্টা হিজাব পরা নারীদের চুলের যত্ন খুবিতে ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৯৭ জন হাফেজ হওয়ার আগেই ১৩ বছর বয়সে শহীদ হলো ইব্রাহিম খলিলুল্লাহ

জাতীয়

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা

 প্রকাশিত: ২১:২৭, ৭ এপ্রিল ২০২৫

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে চাকরিচ্যুত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ তাদের মিছিল আটকে দেয়, যার পর আন্দোলনকারীরা সড়কে বসে পড়েন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অবরোধের পর আন্দোলনকারীরা আবার সচিবালয়ের দিকে যাত্রা করার চেষ্টা করেন, কিন্তু পুলিশের বাধার মুখে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক সদস্য জানান, শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙ্গার সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আহত হয়ে ৭ জন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন বিকেলের দিকে। বর্তমানে তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে ইসমাইল হোসেন (৫৯), কামরুল ইসলাম (৫০), মাহফুজুর রহমান (৫০), রতন কুমার দেব (৬০), মোতালেব হোসেন (৬৪), কামরুজ্জামান (৪২) ও সারোয়ার (৪৮) উল্লেখযোগ্য।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে, যার ফলে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। তিনি নিজেও সামান্য আহত হন। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের চাকরি পুনর্বহালের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।