জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমা। ছবি: সংগৃহীত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তাঁর স্ত্রী নূরান ফাতেমার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান আবদুল মোমেন।
দুদক চেয়ারম্যান জানান, হাছান মাহমুদের বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তদন্তে তাঁর নামে থাকা ৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী নূরান ফাতেমার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে ৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের। দুদকের তথ্যমতে, তাঁর নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাবে ৬৮৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, “দুদক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইন অনুযায়ী তদন্ত চলবে এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”
দুদক সূত্রে জানা গেছে, তদন্তকাজ দীর্ঘদিন ধরে চলছিল এবং প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানান সংস্থাটির একজন কর্মকর্তা।