রেল শ্রমিক-কর্মচারীদের নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন

রেল শ্রমিকদের নিরাপত্তার দাবিতে কমলাপুরে মানববন্ধন
কুমিল্লার বাড়বকুণ্ড সেকশনে দায়িত্ব পালনকালে গেটম্যান নাজমুল হাসান ও জালালউদ্দিনের ওপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল। একইসঙ্গে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং রেল শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ মার্চ স্থানীয় অটোরিকশাচালকদের হামলার শিকার হন বাড়বকুণ্ড সেকশনের গেট নম্বর টি/২০-তে দায়িত্ব পালনরত গেটম্যান নাজমুল হোসেন ও জালালউদ্দিন। তারা অভিযোগ করেন, রেলের শ্রমিকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, অথচ নিরাপত্তা নিশ্চিতে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। হামলার বিচার না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনার আশঙ্কা থাকবে।
রেল শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরুল কায়েস পলাশ বলেন, "শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিষ্ঠানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্বে ব্যর্থতার কারণে শ্রমিকরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের পরিবার অসহায়ভাবে জীবন যাপন করছে। অনিরাপদ কর্মস্থলে ঘটে যাওয়া দুর্ঘটনার দায় কেবল শ্রমিকের ওপরই চাপিয়ে দেওয়া হয়।"
তিনি আরও বলেন, শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া শ্রমিক এবং তার পরিবারের জন্য যেন সম্মানজনক জীবনযাপন সম্ভব হয়, সেই অনুযায়ী ক্ষতিপূরণ ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রেলপথে দায়িত্ব পালনরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক আহামুদুর রহমান টিটু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউল আলম ঝোলনসহ অন্যান্য শ্রমিক নেতারা।