মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ২ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি ফরমান চৌধুরীসহ চার কর্মকর্তা বাধ্যতামূলক ছুটিতে মাদারীপুরের রাজৈরে সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি প্রথমবারের মতো জনগণ ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করছে: নাহিদ ইসলাম ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নিয়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা শুরু বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা হালখাতা: পুরান ঢাকার ব্যবসায়ীদের কাছে ঐতিহ্য রক্ষার ‘দায়’ আলোয় আলোয় মুক্তির সন্ধানে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু নতুনের আহ্বানে এলো ১৪৩২, শুভ নববর্ষ সন্ধ্যায় দেশে ফিরছেন ফখরুল হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি: সড়ক নিরাপত্তায় নতুন নির্দেশনা নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসার প্রয়াণ শহীদি মৃত্যু কামনাই যেন পূরণ হলো আলী রায়হানের

জাতীয়

ঈদের ছুটি শেষে চেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৩:৫৫, ৬ এপ্রিল ২০২৫

ঈদের ছুটি শেষে চেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা

দীর্ঘ ছুটির শেষে রাজধানীতে ফিরেছে কর্মব্যস্ততা

ঈদুল ফিতরের টানা ১১ দিনের ছুটি শেষে কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। আজ রবিবার (৬ এপ্রিল) প্রথম কর্মদিবসে সকাল থেকেই রাজধানীর রাস্তায় দেখা গেছে গাড়ির চাপ, গণপরিবহনে যাত্রীর ভিড় আর অফিসমুখী মানুষের ব্যস্ততা।

গুলিস্তান, পুরানা পল্টন, প্রেসক্লাব এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির পর দিনের শুরু থেকেই কর্মজীবী মানুষ কর্মস্থলের পথে রওনা হয়েছেন। দীর্ঘ ছুটিতে যারা পরিবারের সঙ্গে ঈদ করতে শহরের বাইরে গিয়েছিলেন, তারা ফিরেছেন কর্মস্থলে, আর সেই সঙ্গে রাজধানীও ফিরে পেয়েছে চেনা চেহারা।

সকাল থেকেই যানজট, ব্যস্ত সড়ক, ট্রাফিক সংকেত এবং গণপরিবহনের চাপ লক্ষ্য করা গেছে। কেউ কেউ এই হঠাৎ ব্যস্ততায় খানিকটা বিরক্ত হলেও গণপরিবহনকর্মীদের মুখে এসেছে স্বস্তির হাসি।

গুলিস্তানে কর্মস্থলে যাওয়ার পথে জিয়াউল হক বলেন, "ঈদ ঢাকাতেই করেছি। ছুটির মধ্যে শান্তিতে চলাফেরা করেছি। এখন যানজট শুরু হয়েছে। যদিও এখনও তেমন জ্যাম পাইনি, তবে বিকালে কী হবে জানি না।"

মোহাম্মদপুর থেকে অফিসে আসা আহাদ হাসান জানান, "আজকে আসতে কিছুটা জ্যামে পড়েছি। বাসেও ভিড় ছিল। ছুটির সময়কার যে নিরিবিলি পরিবেশ ছিল, সেটা এখন নেই। তবে কিছু করার নেই, এটাই তো ঢাকা।"

গণপরিবহনের চালক-হেলপাররাও আজকের ব্যস্ততায় খুশি। মিডলাইন বাসের হেলপার মো. ইউনুস বলেন, "ঈদের ছুটিতে যাত্রীই পাইনি, গাড়ি চালিয়ে লস করেছি। এখন যাত্রী পাচ্ছি, গাড়ি চালিয়ে ভালো লাগছে।"

চিড়িয়াখানা লাইনের চালক আকবর হোসেন বলেন, "আমাদের যাত্রী ছিল, সমস্যা হয়নি। তবে শহরের অন্য রুটে যাত্রী খরা ছিল।"

বিহঙ্গ বাসের চালক নজরুল ইসলাম বলেন, আজ থেকে আবার যাত্রী পাওয়া শুরু হয়েছে। ছুটিতে গাড়িও কম ছিল, এখন সব গাড়ি রাস্তায়।

পুরানা পল্টনে ট্রাফিক দায়িত্বে থাকা বিজয় সরকার জানান, সকাল ১০টা থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। কিছুটা যানজট তৈরি হলেও ট্রাফিক সিগনালের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছি। তবে এখনও পুরো ব্যস্ততা শুরু হয়নি, দুপুরের দিকে বাড়বে বলে মনে হচ্ছে। 

দীর্ঘ ছুটি শেষে পুরনো রূপে ফেরার এই চিত্রই যেন রাজধানীর চিরচেনা দিনগুলোর বার্তা দিচ্ছে।