ভারতের ওয়াক্ফ বোর্ডে অমুসলিম অন্তর্ভুক্তির সমালোচনায় আসিফ নজরুল

আসিফ নজরুল
ভারতে মোদি সরকারের মুসলমানবিরোধী একটি নতুন আইনের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। আজ রবিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
তিনি লিখেন, নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে।আসিফ নজরুল আশঙ্কা প্রকাশ করেন, এই আইনের মাধ্যমে মুসলমানদের ঐতিহাসিক সম্পত্তি, বিশেষ করে পুরোনো মসজিদগুলো বাজেয়াপ্ত করার পথ তৈরি হতে পারে।
আইন উপদেষ্টা অভিযোগ করেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান না পেলেও, ওয়াক্ফ বোর্ডে অমুসলিমদের রাখার সিদ্ধান্ত বৈষম্যমূলক। তাঁর মতে, এ আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে।
বিষয়টিকে ‘পরিতাপজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই গোষ্ঠীগুলিই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।