মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, চৈত্র ২৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশ দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্ম উপদেষ্টা ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত বেড়ে ৭ বাংলা নববর্ষকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইএমও কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত ১০ এপ্রিল: ফারুকী ফিলিস্তিনের পক্ষে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা নাম নিয়ে এখনো সংশয়, ‘মঙ্গল শোভাযাত্রা’ এবার কেমন হবে? বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসএসসি শুরু বৃহস্পতিবার, মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা দক্ষিণ কোরিয়ায় ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস ‘আমি কোনো সংখ্যা নই, গাজার এক জীবন্ত গল্প—মনে রেখো’

জাতীয়

ভোটার হালনাগাদ: সাড়ে ২০ লাখ ‘মৃত ভোটার’ কর্তন

 প্রকাশিত: ১০:১৯, ৬ এপ্রিল ২০২৫

ভোটার হালনাগাদ: সাড়ে ২০ লাখ ‘মৃত ভোটার’ কর্তন

বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সাড়ে ২০ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।

এছাড়া তালিকায় যুক্ত হতে পারে ৬০ লাখ নতুন ভোটার।

মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার প্রতিবেদনটি তৈরি করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত মোট ৬০ লাখ ৮৩২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং তৃতীয় লিঙ্গ রয়েছে ১ হাজার ৫৫ জন। এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৪৯ লাখ ৯৫ হাজার ২৪ জন। এছাড়া মারা যাওয়ায় ২০ লাখ ৫৩ হাজার ৫২৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন, নারী ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং হিজড়া ৫৭৩ জন। এবারের হালনাগাদে নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।