রোববার ০৬ এপ্রিল ২০২৫, চৈত্র ২৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বিনিয়োগ সম্মেলন শুরু সোমবার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ মার্চে রেকর্ড রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৫.৬২ বিলিয়ন ডলার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান: গাজায় গণহত্যার প্রতিবাদে একযোগে কাজ ও স্কুল বন্ধ রাখার দাবী ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে বেশি উদ্বেগের কারণ নেই: অর্থ উপদেষ্টা মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪৭১, নতুন চ্যালেঞ্জ ‘বৃষ্টি’ প্রতারণার আরেক মামলায় ইভ্যালির রাসেল ও শামীমার সাজা উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩ সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি ভারতের ওয়াক্‌ফ বোর্ডে অমুসলিম অন্তর্ভুক্তির সমালোচনায় আসিফ নজরুল সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্কবিরোধী প্রতিবাদ বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের ওপর সৌদি ভিসা নিষেধাজ্ঞা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস খুললো আজ ঢাকায় ডেঙ্গুর চোখ রাঙানি, কিউলেক্সের যন্ত্রণা কৃত্রিম হিমবাহ উত্তর পাকিস্তানে পানি সরবরাহ বৃদ্ধি করছে গাজায় চিকিৎসাকর্মী হত্যার ঘটনায় ভুল স্বীকার ইসরায়েলের

জাতীয়

ঢাকা-বগুড়া মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২

 প্রকাশিত: ২২:০১, ৫ এপ্রিল ২০২৫

ঢাকা-বগুড়া মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী একটি ট্রাক ও যাত্রীবাহী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১০) এবং সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৪৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মুরগীবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোভ্যান ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।