ঢাকা-বগুড়া মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী একটি ট্রাক ও যাত্রীবাহী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১০) এবং সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মুরগীবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোভ্যান ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।