রোববার ০৬ এপ্রিল ২০২৫, চৈত্র ২২ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

হেফাজত আমির: জামায়াতের সঙ্গে ঐক্যের কোনো সম্ভাবনা নেই

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 আপডেট: ২০:০৯, ৫ এপ্রিল ২০২৫

হেফাজত আমির: জামায়াতের সঙ্গে ঐক্যের কোনো সম্ভাবনা নেই

হেফাজত আমিরের স্পষ্ট মন্তব্য, জামায়াতের সঙ্গে ঐক্য সম্ভব নয়

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের ফটিকছড়িস্থ বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাতে অংশ নেয়।

বৈঠক শেষে সরওয়ার আলমগীর সাংবাদিকদের জানান, “আমরা মূলত ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং বিভিন্ন ইসলামি দলের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “জামায়াতের সঙ্গে হেফাজতের কোনো ঐক্যের সম্ভাবনা নেই। তবে হেফাজতের আমির আমাদের স্পষ্ট করেছেন যে, বিএনপির সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক সংলাপ ও ঐক্যের সম্ভাবনা রয়েছে।” তিনি আরও জানান, “হেফাজতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত দেশে ফিরে নেতৃত্ব গ্রহণের জন্য দোয়া করেছেন।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির নেতা মোবারক হোসেন কাঞ্চন, সলমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরীসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৈঠকটি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আসন্ন নির্বাচন ও ইসলামী দলগুলোর অবস্থান ঘিরে সম্ভাব্য জোট গঠনের প্রেক্ষাপটে।