ভারত-বাংলাদেশের বাণিজ্যে ১০ বিলিয়ন ডলারের ঘাটতি, চোখে চোখ রেখে কথা বলা কঠিন

বাণিজ্যিক ভারসাম্যহীনতায় নড়বড়ে কূটনৈতিক আত্মবিশ্বাস
ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরেছেন মেজর মোঃ দেলোয়ার হোসেন খান। তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মোট বাণিজ্য দাঁড়িয়েছে ১৮ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র ৪ বিলিয়ন ডলারের পণ্য, বাকি ১৪ বিলিয়ন ডলারের পণ্য এসেছে ভারত থেকে।
তিনি বলেন, “চোখে চোখ রেখে কথা বলার ক্ষেত্রে শুধু সামরিক শক্তি নয়, একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক দক্ষতা ও সামর্থ্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে, যেই দেশের সঙ্গে আপনি কথোপকথনে বসছেন, তার সঙ্গে আপনার বাণিজ্য ভারসাম্য কেমন, সেটি দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে।”
তার মতে, “যদি একটি দেশ দীর্ঘদিন ট্রেড ডিফিশিটের মধ্যে থাকে এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে না পারে, তাহলে আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়ে। এ ভারসাম্য অর্জন সময়ের দাবি।”