চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি সহ ৮ দফা দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি

বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ ভবনে উপদেষ্টাকে এই স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সনাতনীদের মুক্তি এবং সংগঠনের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজমকে স্মারকলিপি দিয়েছে ‘সনাতনী অধিকার আন্দোলন’।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ ভবনে উপদেষ্টার হাতে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সনাতনী অধিকার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-মুখপাত্র পিংকু ভট্টাচার্য, মিন্টু কুমার দে, প্রতিনিধি সোমা রাণী দে, পলাশ সেন, অসীম দাশ, বিটু দাশ, বাপ্পি মল্লিক, রুবেল বোস, শিবাজুৎ মজুমদার নোবেল ও অন্তু দাশ প্রমুখ।
সনাতনী অধিকার আন্দোলনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। গত বছরের ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তি এবং অন্যান্য সনাতনীদের উপর হওয়া নিপীড়নের প্রতিবাদে ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
স্মারকলিপিতে বলা হয়, সংখ্যালঘু সনাতনীদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা এবং চিন্ময় ব্রহ্মচারীসহ আটক সকলের অবিলম্বে মুক্তি নিশ্চিত করা সময়ের দাবি। সংগঠনের পক্ষ থেকে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।