বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ

বরগুনার তালতলী উপজেলায় গলায় ফাঁস দেওয়া দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বরগুনার তালতলী উপজেলায় গলায় ফাঁস দেওয়া দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে, যারা ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চাউলা পাড়া গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধারের তথ্য দেন তালতলী থানার এসআই মো. শাহ আলম।
ওই দুজন হলেন বেতাগী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে মো. ইকবাল (২৫) ও ‘দ্বিতীয় স্ত্রী’ লামিয়া বেগম (২২)।
লামিয়ার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে। দুজনেই নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কাজ করতেন।
ঘটনার বর্ণনায় এসআই শাহ আলম বলেন, ইকবালের দ্বিতীয় বিয়ের খবর ‘জানতেন না’ তার প্রথম স্ত্রী। তাকে না জানিয়ে লামিয়াকে নিয়ে তালতলীর চাউলা পাড়ায় বোনের বাড়িতে যান ইকবাল। বিষয়টি টের পেয়ে প্রথম স্ত্রী তার শাশুড়ি হাজেরা বেগমের কাছে স্বামীর অবস্থান জানতে চান। পরে তালতলী উপজেলায় মেয়ের বাড়িতে গিয়ে ছেলে ইকবাল ও তার আরেক স্ত্রীকে পান হাজেরা বেগম।
শাহ আলম বলেন, “সেখানে বিষয়টি নিয়ে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে ইকবাল বোনের ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সেসময় দ্বিতীয় স্ত্রী লামিয়াও রশির অপর প্রান্ত গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন।”
খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠানোর তথ্য দিয়ে এসআই বলেন, ঘটনাটিতে তালতলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।