শনিবার ০৫ এপ্রিল ২০২৫, চৈত্র ২১ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দ্রুত ভোটই সর্বোচ্চ অগ্রাধিকার: ইউনূস থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ ১৫ জেলায় দাবদাহ, শনিবার পর্যন্ত গরমের দাপট ট্রাম্পের শুল্ক: শঙ্কায় পোশাক খাত, লড়াই কোন পথে? ট্রাম্পের শুল্ক: যে কারণে ভুগবে দক্ষিণ এশিয়ার দেশগুলো ট্রাম্পের শুল্ক: বিশ্ব বাণিজ্যে ‘শতবর্ষে সবচেয়ে বড় পরিবর্তন’ আলোচনায় শুল্ক জটিলতার সমাধান হবে, ‘আশাবাদী’ প্রধান উপদেষ্টা ‘ক্লান্ত বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন,’ চট্টগ্রামে সড়কে ১০ মৃত্যু নিয়ে হাইওয়ে পুলিশ ‘বিপদ-আপদেরতো ঈদের ছুটি নাই, আমাদেরও তাই’ ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭ বাগেরহাটের ষাটগম্বুজ ক্যাম্পাসকে ঘিরে পর্যটকদের উপচেপড়া ভিড় পুলিশের নির্বিচার গুলি গুঁড়িয়ে দিয়েছে উদ্যমী যুবক মামুন মিয়ার সব

জাতীয়

বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ

 প্রকাশিত: ০৮:০৩, ৪ এপ্রিল ২০২৫

বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ

বরগুনার তালতলী উপজেলায় গলায় ফাঁস দেওয়া দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরগুনার তালতলী উপজেলায় গলায় ফাঁস দেওয়া দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে, যারা ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার চাউলা পাড়া গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধারের তথ্য দেন তালতলী থানার এসআই মো. শাহ আলম।

ওই দুজন হলেন বেতাগী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে মো. ইকবাল (২৫) ও ‘দ্বিতীয় স্ত্রী’ লামিয়া বেগম (২২)।

লামিয়ার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে। দুজনেই নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কাজ করতেন।

ঘটনার বর্ণনায় এসআই শাহ আলম বলেন, ইকবালের দ্বিতীয় বিয়ের খবর ‘জানতেন না’ তার প্রথম স্ত্রী। তাকে না জানিয়ে লামিয়াকে নিয়ে তালতলীর চাউলা পাড়ায় বোনের বাড়িতে যান ইকবাল। বিষয়টি টের পেয়ে প্রথম স্ত্রী তার শাশুড়ি হাজেরা বেগমের কাছে স্বামীর অবস্থান জানতে চান। পরে তালতলী উপজেলায় মেয়ের বাড়িতে গিয়ে ছেলে ইকবাল ও তার আরেক স্ত্রীকে পান হাজেরা বেগম।

শাহ আলম বলেন, “সেখানে বিষয়টি নিয়ে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে ইকবাল বোনের ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সেসময় দ্বিতীয় স্ত্রী লামিয়াও রশির অপর প্রান্ত গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন।”

খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠানোর তথ্য দিয়ে এসআই বলেন, ঘটনাটিতে তালতলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।