শনিবার ০৫ এপ্রিল ২০২৫, চৈত্র ২১ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দ্রুত ভোটই সর্বোচ্চ অগ্রাধিকার: ইউনূস থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ ১৫ জেলায় দাবদাহ, শনিবার পর্যন্ত গরমের দাপট ট্রাম্পের শুল্ক: শঙ্কায় পোশাক খাত, লড়াই কোন পথে? ট্রাম্পের শুল্ক: যে কারণে ভুগবে দক্ষিণ এশিয়ার দেশগুলো ট্রাম্পের শুল্ক: বিশ্ব বাণিজ্যে ‘শতবর্ষে সবচেয়ে বড় পরিবর্তন’ আলোচনায় শুল্ক জটিলতার সমাধান হবে, ‘আশাবাদী’ প্রধান উপদেষ্টা ‘ক্লান্ত বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন,’ চট্টগ্রামে সড়কে ১০ মৃত্যু নিয়ে হাইওয়ে পুলিশ ‘বিপদ-আপদেরতো ঈদের ছুটি নাই, আমাদেরও তাই’ ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭ বাগেরহাটের ষাটগম্বুজ ক্যাম্পাসকে ঘিরে পর্যটকদের উপচেপড়া ভিড় পুলিশের নির্বিচার গুলি গুঁড়িয়ে দিয়েছে উদ্যমী যুবক মামুন মিয়ার সব

জাতীয়

ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক

 প্রকাশিত: ০৮:০১, ৪ এপ্রিল ২০২৫

ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে দেশি অস্ত্র উঁচিয়ে আতংক সৃষ্টির অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। তারা ‘ডেঞ্জার গ্যাং’ নামে একটি ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য।

বুধবার বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত সেনাবাহিনীর একটি টহল দল পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন এ তথ্য নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ১৬ জনের মধ্যে তিনজন ছাড়া বাকিরা অপ্রাপ্ত বয়স্ক।

এই তিনজন হলেন- হাসেম আলী (২৭), সোহাগ মোল্লা (২০) ও মো. শেখ (২০)।

ওসি বলেন, অভিযানে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের তুলশীখালী সেতুর নিচ থেকে প্রথমে ১৪ জনকে আটক করে সেনা দলটি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্যাংয়ের দুই ‘সরদারকে’ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি রাম দা, ৭টি কুড়াল, ছুরি, হকিস্টিক ও পাইপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, ঈদের দিন থেকে ট্রলারে করে কিশোর গ্যাং এবং আশপাশের বিভিন্ন এলাকার কিশোর ও উঠতি বয়সের বখাটেরা তুলশীখালী সেতুর আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে হৈ-হুল্লোড়, অশালীন নাচানাচির পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আসছিল।

তাদের এমন মহড়ায় এলাকায় আতঙ্ক ছড়ালে স্থানীয় লোকজন বিষয়টি সেনাবাহিনীকে জানান।

কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে, “এটি মুলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাদের সহযোগিতা করেছি।”

আটককৃতদের মুন্সীগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, বলেন তিনি।