মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, চৈত্র ২৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

আইনজীবী তুরিন আফরোজ গ্রেপ্তার বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাটা-কেএফসিতে ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে পুলিশ: আইজিপি শুল্ক ৩ মাস স্থগিত রাখতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি জাতীয় নির্বাচনের রোডম্যাপ করেছে ইসি যুক্তরাষ্ট্রকে রফতানি শুল্ক তিন মাসের জন্য স্থগিতের আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-বাড়িসহ ৮ বিঘা জমি জব্দ নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর এসএসসি শুরু বৃহস্পতিবার, মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঢাবি ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস গাজার ৫০% এর বেশি এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে শুল্ককে ট্রাম্প বললেন ‘ওষুধ’, পুঁজিবাজারে ফের পতন ‘আমি কোনো সংখ্যা নই, গাজার এক জীবন্ত গল্প—মনে রেখো’ সাগরতলে গবেষণাগার নির্মাণ করছে চীন, পৃথিবীতে প্রথম

জাতীয়

১৫ জেলায় দাবদাহ, শনিবার পর্যন্ত গরমের দাপট

 প্রকাশিত: ০৭:৪৮, ৪ এপ্রিল ২০২৫

১৫ জেলায় দাবদাহ, শনিবার পর্যন্ত গরমের দাপট

এক দিনের ব্যবধানে বিস্তার বেড়ে দেশের ১৫ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ, এ পরিস্থিতি শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদ্প্তর।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফমারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগেরদিন বুধবার দেশের ১০ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

আবহাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬ তারিখ থেকে তাপপ্রবাহের বিস্তার কমে আসবে; বিচ্ছিন্নভাবে দুয়েকটা স্টেশনে থাকবে। তখন বৃষ্টিপাত বাড়বে, বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হবে।”

বৃহস্পতিবার সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কিশোরগঞ্জের নিকলিতে।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়ার পূর্বাভাসে বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।