যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, আহত ৩

বাসটিতে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয়।
যশোর শহরতলীর পুলেরহাট বাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী, আরেক কন্যাসহ আরও একজন পথচারী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন খুলনার মজগুন্নীর বাসিন্দা রুবেল (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮), তার সাড়ে চার বছরের মেয়ে সায়েবা এবং পথচারী কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত জেসমিন জানান, তারা ঈদের ছুটিতে শার্শার বহিলাপোতায় বাবার বাড়ি গিয়েছিলেন এবং সেখান থেকে স্বামীর বাড়ি খুলনার মজগুন্নী ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান জানান, বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঐশীর মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।