বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, চৈত্র ১৯ ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের সকালে চট্টগ্রামের সড়কে ঝরল ৫ প্রাণ

 প্রকাশিত: ১০:৫২, ৩১ মার্চ ২০২৫

ঈদের সকালে চট্টগ্রামের সড়কে ঝরল ৫ প্রাণ

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ছয় জন।

সোমবার ঈদুল ফিতরের সকালে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মনজুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিকে থেকে আসা একটি মিনিবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।”

ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা লোহাগাড়া ফায়ার স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজারগামী, আর মিনিবাসটি কক্সবাজার থেকে লোহাগাড়ার দিকে আসছিল।

নিহতরা সবাই মিনিবাসের যাত্রী বলে জানান তিনি।