মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদ ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৫:৩১, ৩০ মার্চ ২০২৫

ঈদ ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পবিত্র ঈদুল ফিতর ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৩০ মার্চ) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়া কিংবা নাশকতার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং নাশকতার কোনো শঙ্কা নেই। যদি কোনো ধরনের সংবাদ আপনারা (সাংবাদিকরা) পান, তাহলে আমাদের জানাবেন। আমরা আপনাদের নিয়ে সেটি প্রতিহত করব।

ভারতের কলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করেছে- এমন একটি তথ্য ছড়িয়েছে। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কলকাতায় কারা আছে- কলকাতায় আছে ক্রিমিনাল। তারা তো সবসময় এসব জিনিস চিন্তা করবে। ক্রিমিনালদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, আমরা নেবো।

ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এখানে অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তি আসেন। তাদের নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, সব ধরনের ব্যবস্থাই নিয়েছি।  

তিনি জানান, এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজ পড়তে পারেন, সেজন্য ওজু, বিশুদ্ধ পানিসহ সব কিছুর ব্যবস্থা আছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা জন্য চিকিৎসক এখানে থাকবেন। জায়নামাজ নিয়ে আসার দরকার নেই। সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।