মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকার ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৫:০৭, ৩০ মার্চ ২০২৫

ঢাকার ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন

ঢাকার ঈদ জামাত নিরাপদ রাখতে ১৫ হাজার পুলিশ মোতায়েন, পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে

ঢাকায় ঈদুল ফিতরের সব ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে 'সমন্বিত নিরাপত্তা বলয়' গড়ে তোলা হবে।  

রবিবার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।  

তিনি বলেন, "ঈদ জামাতের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এটিইউ, সিটিটিসি, ডিবি এবং বাংলাদেশ আর্মি থাকবে। সমন্বিত নিরাপত্তার মাধ্যমে সবাই মিলে ঈদ জামাত নিরাপদ করতে কাজ করবো।"

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে জামাত সকাল ৯টায় হবে। এ বছর ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহ ও ১,৫৭৭টি মসজিদে মোট ১,৭৩৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।  

জাতীয় ঈদগাহ ময়দানে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। থাকবে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও সিসিটিভি ক্যামেরার নজরদারি। নিরাপত্তার স্বার্থে ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনতে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।  

কোনো সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ৯৯৯-এ কল করার আহ্বান জানিয়েছেন তিনি।